ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামি মহাসম্মেলনে মুসল্লি-জনতার ঢল

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১০:৪৬ এএম

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে নেমেছে আলেম-ওলামা ও মুসল্লি জনতার ঢল। পূর্ব ঘোষিত ইসলামি মহাসম্মেলনে যোগ দিতে মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর থেকেই সেখানে জমায়েত হতে থাকেন তারা। এ দিন সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত দাওয়াত ও তাবলিগ এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে একাধিক সংবাদ সম্মেলন করে কওমি মাদরাসাভিত্তিক আলেমরা দেশের সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও মুসলিম জনতাকে সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানান।

২০১৯ সাল থেকে বিশ্ব ইজতেমা তাবলিগের দুই পক্ষের জন্য দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবার দ্বিতীয় পর্বে ইজতেমা করেন মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা। এবার তারা প্রথম পর্বে ইজতেমা করার দাবি জানান। তারই বিরোধিতা করে এই মহাসম্মেলনের ডাক দেন কওমি মাদরাসা ভিত্তিক আলেমরা।
 
এ বিষয়ে আলোচনার জন্য সোমবার (৪ নভেম্বর) উভয়পক্ষকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হলেও উপস্থিত হন শুধু মাওলানা সাদের অনুসারীরা। তাই সভা শেষে দুই পর্বের ইজতেমার তারিখ নির্ধারণ হলেও কোন পর্বে কে ইজতেমা করবে তা পরে জানানোর সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
 
সভা শেষে মাওলানা সাদের অনুসারীদের প্রতিনিধি মুয়ায বিন নুর বলেন, ‘আমরা শুধু একটা দাবি জানিয়েছি। আমরা আর বৈষম্য চাই না। আমরা প্রথম পর্বে ইজতেমা করতে চাই এবং যেকোনো মূল্যে মাওলানা সাদকে দেশে আনতে চাই।’

SN/FI
আরও পড়ুন