ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ভারতীয় হাইকমিশন অভিমুখে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ, পুলিশের বাধা

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এ জড়ো হয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের সদস্যরা।

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ পিএম

ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ইনকিলাব মঞ্চের প্রতিবাদ বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর গুলশান-২ এ জড়ো হয়ে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা শুরু করে ইনকিলাব মঞ্চের সদস্যরা। এসময় গুলশান-২ মোড়ে পুলিশ তাদের বাধা দেয়। ফলে ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্য ভারতীয় হাইকমিশনে গিয়ে একটি স্মারকলিপি দেয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার রাকিব হাসান বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।

 

AS
আরও পড়ুন