ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

অভিযুক্ত বিডিআরদের মুক্তি অযৌক্তিক: নিহতদের পরিবার

‘বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত তারা সবাই অপরাধী, আর এই অপরাধীদের সরকার মুক্ত করে দিয়েছে। তারা এখন মুক্তি পেয়ে উল্লাস করছে।’

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ০৩:৩৯ পিএম

পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআরদের পরিবারবর্গ ও বেঁচে ফেরা সেনা অফিসারেরা যৌথ প্রেস কনফারেন্স করেছেন। বুধবার (২৯ জানুয়ারি)রাজধানীর রাওয়া প্লাজায় এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। 

তারা বলেন, বিডিআর হত্যাকাণ্ডে যারা জড়িত তারা সবাই অপরাধী, আর এই অপরাধীদের সরকার মুক্ত করে দিয়েছে। তারা এখন মুক্তি পেয়ে উল্লাস করছে।

পিলখানায় নিহত লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খানের মেয়ে ডা. ফাবলিহা বুশরা বলেন, বিডিআর কোর্টের সাজা নিয়ে প্রশ্ন করা মানে দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসারদের তথা সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা। অতএব অভিযুক্ত ও সাজাপ্রাপ্ত বিপথগামী জওয়ানদের নিরপরাধ বলার কোনো সুযোগ নেই এবং তাদের মুক্তির দাবি সম্পূর্ণ অযৌক্তিক। তাই আমাদের একান্ত দাবি, সাজাপ্রাপ্ত অপরাধীদের প্রাপ্য সাজা অবিলম্বে কার্যকরের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করে বাহিনীটিকে কলঙ্কমুক্ত করা হোক। সঠিক বিচার না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি হওয়াটা অস্বাভাবিক নয়।

বিডিআর ম্যাসাকারের পেছনে দেশি ও বিদেশি ষড়যন্ত্র জড়িত ছিল উল্লেখ করে তিনি বলেন, জাতি বিশ্বাস করে বর্তমান সরকার কর্তৃক গঠিত তদন্ত কমিশনের অধিকতর তদন্তে বেরিয়ে আসবে ষড়যন্ত্রের নেপথ্যে কারা। বিডিআর ম্যাসাকারের পেছনের পরিকল্পনাকারী, মদতদাতা ও সহায়তাকারীদের চিহ্নিত করে স্পেশাল ট্রাইব্যুনালের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকারের মাধ্যমেই দ্রুত বিচার সম্পন্ন করার জোর দাবি জানাচ্ছি। প্রয়োজনে বিদেশে অবস্থানরত দোষী ব্যক্তিদের দেশে এনে বিচার সম্পন্ন করতে হবে।

এসময় পিলখানায় শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান অ্যাডভোকেট সাকিব রহমানসহ অন্য শহীদ পরিবারবর্গ ও বেঁচে ফেরা একাধিক সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

AA
আরও পড়ুন