রাজধানীর মোহাম্মদপুরে শেখেরটেক ২ নাম্বার রোডে রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, একটি রিকশা থামিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। রিকশায় এক নারীকে বসে থাকতে দেখা যায় এবং তার পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেক নারী। এসময় দাঁড়িয়ে থাকা নারীর দিকে এক ছিনতাইকারীকে চাপাতি হাতে তেড়ে যেতে দেখা যায়।
সেখানে আরেক ব্যক্তিকে দেখা যায় ছিনতাইকারীদের সরিয়ে দিতে। তবে তিনি ওই দুই নারীর সঙ্গে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
