ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে বইছে 'অস্বাস্থ্যকর' বাতাস

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৯:৪৮ এএম

ঢাকার বাতাসে তুলনামূলক কিছুটা স্বস্তি রয়েছে আজ। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় ১৫৯ স্কোর নিয়ে আজ ঢাকা অবস্থান সাত নম্বরে। যা বায়ুমান সূচকে অস্বাস্থ্যকর বলে বিবেচিত। 

মঙ্গলবার (৪ মার্চ) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য জানায়।

এদিকে, মঙ্গলবার বায়ুদূষণের তালিকায় ২৯৪ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ। ১৭৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি ও এই তালিকার তৃতীয় সাথানে রয়েছে উগান্ডার কাম্পালােেস্কোর স্কোর ১৬৫। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন, পোল্যান্ডের ক্রোকো এবং পাকিস্তানের করাচি। 

আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

SN
আরও পড়ুন