ঈদুল ফিতর পালন উপলক্ষে কাসিদা আসর ও ঢাকাইয়া আড্ডার আয়োজন করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) রাজধানীর হাজারীবাগে ঢাকাবাসীর কার্যালয়ে এ আয়োজন করা হয়।
কাসিদা পরিবেশন করেন নজরুল ইসলাম কাজল, সাফওয়ান, শমসের, বিপ্লব ও খলিল সহ অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাবাসীর সভাপতি শুকুর সালেক, মহাসচিব খোদা বক্স, ফাতেমা ল কলেজের প্রিন্সিপাল এডভোকেট লুৎফর আহসান বাবু।

এক সময় ঈদের দিন পুরান ঢাকায় ভোরে কাসিদা গাইতেন মানুষ। এখন হারিয়েছে সে প্রথা। ঢাকার ঈদ উৎসবে সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে। চকবাজারের ঈদমেলার ঐতিহ্য এখনো কিছুটা টিকে থাকলেও এর জৌলুশ আগের মতো নেই। কাসিদা ও কাওয়ালির মতো ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনা এখন প্রায় বিলুপ্ত। আধুনিক গান ও অন্যান্য বিনোদনের মাধ্যম এই স্থান দখল করেছে।
তবে বর্ধিত নতুন ঢাকার জন্মও পুরান ঢাকার ইতিহাসের স্মৃতির গাঁথুনি নিয়েই। সেসব স্মৃতি পুরান ঢাকার আদি বাসিন্দাদের তাড়িত করে রোজার মাসে, ঈদ–উৎসবে।
