ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেট্রোস্টেশন থেকে মোবাইলফোন চুরি, ভিডিও ভাইরাল

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম

রাজধানীর কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনে এক যাত্রীর ভুল করে রেখে যাওয়া মোবাইলফোন চুরির ঘটনা ঘটেছে। স্টেশনের সিসিটিভি ক্যামেরায় এই চুরির ঘটনাটি ধরা পড়েছে। সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে কারওয়ানবাজার স্টেশনের ম্যানুয়াল টিকিট কাউন্টারে এই ঘটনা ঘটে।

ঘটনার পর সিসিটিভি ফুটেজটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ম্যানুয়াল কাউন্টার থেকে টিকিট কাটার সময় এক যাত্রী কাউন্টারের দেওয়ালের ওপর তার মোবাইলফোনটি রাখেন। টিকিট নিয়ে চলে যাওয়ার সময় তিনি ফোনটি নিতে ভুলে যান। একসময় মোবাইলটিতে কল আসে এবং ভাইব্রেশনের কারণে সেটি নিচে পড়ে যায়। এ সময় পাঞ্জাবি-টুপি পরিহিত এক ব্যক্তি এসে কাউন্টারে কথা বলেন। এরপর পকেট থেকে নিজের মোবাইলফোনটি বের করে কিছু একটা দেখতে থাকেন আর পড়ে থাকা মোবাইলফোনটি পা দিয়ে আড়াল করেন। একপর্যায়ে তিনি বসে ওই মোবাইলফোনটি তুলে নিয়ে নিজের পকেটে ঢুকিয়ে ফেলেন।  এরপর দ্রুত সেখান থেকে সটকে পড়েন।

এ ঘটনার ভিডিও প্রকাশ পাওয়ার পর দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে পড়ে। বেশিরভাগ নেটিজেন ওই ব্যক্তির সততা নিয়ে প্রশ্ন তুলেছেন। অনেকেই তাকে গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন। 

SN
আরও পড়ুন