ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

উত্তরায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ১২:৪৫ এএম

রাজধানীর উত্তরায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে র‌্যাব।

বুধবার (২৩ এপ্রিল) রাত ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরা ৯ নম্বর সেক্টরের টাইগার বার নামক রেস্টুরেন্টে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।

র‌্যাব সূত্র জানায়, রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে বারের নাম দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিদেশি মদ বিক্রি করে আসছিল প্রতিষ্ঠানটি। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালালে সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করা হয়।

স্থানীয় সূত্র জানায়, মদের বারটি ঘিরে সন্ধ্যার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই স্থানে উঠতি বয়সীদের উৎপাত দীর্ঘদিনের। এ নিয়ে প্রতিবাদ করায় একাধিক পথচারীকে মারধরের শিকার হতে হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর আহনাফের নেতৃত্বে স্থানটিতে এখনো অভিযান চলছে। এ ঘটনায় অবৈধ টাইগার বারের কয়েকজন কর্মকর্তা আটকের খবর পাওয়া গেছে।

MMS
আরও পড়ুন