রাজধানীর ৩৩টি খাল ও লেক দখল, দূষণরোধে খাল ও লেকের পাড়ে গাছ লাগিয়ে সবুজায়ন করতে কাজ করবে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। আগামী ১ জুন থেকে কর্ম পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রমের সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকরা প্রতিবেদন প্রদান ও কর্মপরিকল্পনা অনুযায়ী খালের এলাকা নির্ধারণী সভায় এসব কথা তিনি বলেন।
প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমরা প্রতি এক কিলোমিটার খালের পাড়ে গাছ লাগানো ও রক্ষণাবেক্ষণের জন্য একজন করে মালী নিয়োগ দিচ্ছি। যারা এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একত্রে কাজ করবে।
