ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৭ দফা দাবিতে

শহীদ মিনারে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান

আপডেট : ২২ মে ২০২৫, ০৭:৩৫ পিএম

সাত দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার (২২ মে) সকাল ৭টা থেকে এই কর্মসূচি শুরু করেন তারা।

জানা গেছে, দীর্ঘ দিন ধরে ৭ দফা দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। তবে কর্তৃপক্ষের ইতিবাচক সাড়া না পাওয়ায় বুধবার (২১ মে) থেকে শহীদ মিনারে কর্মসূচি পালন করছেন তারা। 

৭ দফা দাবিতে শহীদ মিনারে পল্লী বিদ্যুতের অবস্থান কর্মসূচি। ছবি: খবর সংযোগ

তারা জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এবং পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যে বিদ্যমান সংকট নিরসনের মাধ্যমে আধুনিক ও টেকসই বিতরণ ব্যবস্থা বিনির্মাণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে গত বছরের জানুয়ারি থেকে আন্দোলন শুরু হয় দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতিতে। 

বর্তমান সরকার গত বছরের ২৩ অক্টোবর পল্লী বিদ্যুৎ সংস্কারে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন। কিন্তু দীর্ঘ সাত মাস অতিবাহিত হলেও আজ অবধি প্রতিবেদন দাখিল বা জনসমক্ষে প্রকাশ করা হয়নি। 

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারের সহযোগিতা কামনা করলেও ইতিবাচক কোনো সাড়া মেলেনি। এমতাবস্থায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন পদের কর্মীদের সম্মিলিত মতামতের ভিত্তিতে ৭ দফা দাবিতে বুধবার (২১ মে) থেকে সারাদেশে বিদ্যুৎ সেবা চালু রেখে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করে আসছি। 

৭ দফা দাবিতে শহীদ মিনারে পল্লী বিদ্যুতের অবস্থান কর্মসূচি। ছবি: খবর সংযোগ

পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের ৭ দফা দাবি–
১. পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের ফ্যাসিবাদি কায়দায় দমন-পীড়নের মাধ্যমে কর্মপরিবেশ অস্থিতিশীলকারী, অত্যাচারী আরইবি চেয়ারম্যানের অপসারণ।

২. ‘এক ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের মাধ্যমে আরইবি-পবিস একীভূতকরণ’ অথবা দেশের অন্য বিতরণ সংস্থার ন্যায় পুনর্গঠন।

৩. মিটার রিডার কাম মেসেঞ্জার, লাইন শ্রমিক এবং পৌষ্য কর্মীদের চাকরি নিয়মিতকরণ।

৪. মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের স্বপদে পুনর্বহাল।

৫. গ্রাহক সেবার স্বার্থে লাইনক্রুসহ সকল হয়রানি ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিল এবং বরখাস্ত ও সংযুক্ত কর্মীদের অবিলম্বে পদায়ন।

৬. জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী নির্দিষ্ট কর্মঘণ্টা বা শিফটিং ডিউটি বাস্তবায়নের জন্য অতিদ্রুত জনবলের ঘাটতি পূরণ করতে হবে।

৭. পূর্ণাঙ্গ সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্র্বতীকালীন বোর্ড গঠন করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম পরিচালিত করতে হবে।

এসময় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের (বিপিবিএ) সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মনির হোসেন, দপ্তর সম্পাদক মো. হাসানুজ্জামান, প্রচার সম্পাদক মো. মইনুল ইসলাম ও কার্যকরী সদস্য গোলাম মোস্তফাসহ অনেকে উপস্থিত ছিলেন।

FJ
আরও পড়ুন