টানা চতুর্থ দিনের মতো চক্ষুবিজ্ঞান হাসপাতালে স্বাস্থ্যসেবা বন্ধ

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:৪৪ পিএম

ঢাকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চতুর্থ দিনের মতো স্বাস্থ্যসেবা বন্ধ রয়েছে। শনিবার (৩১ মে) সকালে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে হতাশ হয়ে ফিরে গেছেন।

সম্প্রতি জুলাই গণঅভ্যুত্থানে আহতের সঙ্গে চিকিৎসক ও কর্মচারীদের সংঘর্ষের ঘটনার পরিপ্রেক্ষিতে ২৭ মে সকাল থেকেই বন্ধ রয়েছে চিকিৎসাসেবা। এতে করে প্রতিদিনই চিকিৎসা নিতে আসা শত শত রোগীকে ভোগান্তিতে পড়তে হয়েছে। 

এ দিকে অচলাবস্থা কাটাতে শুক্রবার (৩০ মে) হাসপাতালের কয়েকজন সচিব, প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধিদের বৈঠক হলেও তবে তারা কোনো সিদ্ধান্তে আসতে পারেননি।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা হাসপাতালে ভর্তি। আত্মহত্যার চেষ্টা করা চারজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন সিএমএইচে চিকিৎসা নিচ্ছে। এ ছাড়া প্রায় ১৫০ জন সাধারণ রোগী ছিলেন, যারা নিরাপত্তার অভাবে হাসপাতাল ছেড়ে গেছেন।

হাসপাতালের একাধিক সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানে আহত চার রোগী সঠিক চিকিৎসা না পাওয়াসহ বিভিন্ন অভিযোগে গত ২৫ মে বিষপান করলে উত্তেজনার সূত্রপাত ঘটে। এরপর ২৭ মে পরিচালকের কক্ষে গিয়ে আরেক আহত শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এতে উত্তেজনা চরমে পৌঁছায়। এরপর ২৭ মে সকাল ১১টার দিকে হাসপাতালে ভর্তি জুলাই যোদ্ধা, কর্মচারী ও রোগীদের সঙ্গে থাকা স্বজনদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়।

RA