ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সামনে আবারও অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে অবস্থান নেন তারা।
এ সময় মূল ফটকসহ গুরুত্বপূর্ণ নাগরিকসেবা প্রতিষ্ঠানগুলোতে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে বন্ধ রয়েছে নাগরিকসেবা।
রোববার (১ জুন) সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল ও স্লোগান নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন ইশরাকের সমর্থকরা। পরে তারা মূল ভবনের নিচে অবস্থান নেন।
আন্দোলনকারীরা বলছেন, দুদিন সরকারি বন্ধ ও জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান থাকায় আন্দোলন বন্ধ ছিল। ন্যায্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ইশরাক হোসেনের পক্ষে গত ১৪ মে থেকে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।
রায় ঘোষণার পর যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির