ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রায় ঘোষণার পর যে প্রতিক্রিয়া জানালেন জামায়াত আমির

আপডেট : ০১ জুন ২০২৫, ১২:১১ পিএম

দলের নিবন্ধন ফিরে পাওয়ার রায়ে প্রতিক্রিয়া জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মহান রবের সাহায্য চাই- আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই।

রোববার (০১ জুন) রায় ঘোষণার পর নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমানের ফেসবুক থেওেক নেওয়া।

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছেন। মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি- আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।

তিনি আরও লিখেছেন, পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই- আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই। আমিন।

এর আগে, রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচন কমিশনকে অবিলম্বে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। তবে দলটির প্রতীক দাঁড়িপাল্লার বিষয়ে কোনো আদেশ দেননি আদালত। প্রতীকের বিষয়টি নির্বাচন কমিশনের ওপর ছেড়ে দিয়েছেন আপিল বিভাগ।

SN
আরও পড়ুন