ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জমে উঠেছে রাজধানীর পশুর হাট, বেচাকেনাও জমজমাট

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৪:৫৭ পিএম

ঈদের আর মাত্র একদিন বাকি। শেষ মুহূর্তে জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় হাটগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। সবাই পছন্দ মতো কোরবানির পশু কেনার চেষ্টা করছেন।  বিরামহীনভাবে চলেছে কেনাবেচাও।

বৃহস্পতিবার (৫ জুন) ভোর থেকে রাজধানীর হাটগুলো ঘুরে এ চিত্র দেখা গেছে।

এবার রাজধানীর ২১টি স্থানে পশুর হাট বসেছে। ঢাকা দক্ষিণের শনির আখড়া, ধোলাইখাল থেকে শুরু করে উত্তরের গাবতলী কিংবা দিয়াবাড়ি; সব হাটেই চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। ক্রেতা-বিক্রেতাদের হাতে কেনাবেচার ক্ষেত্রে আছে মাত্র আর একটি দিন। তাই সবার ব্যস্ততাও বাড়ছে।  

পছন্দের কোরবানির পশু কিনতে রাতভর হাটে হাটে ঘুরে ভোরে গরু নিয়ে বাসায় ফিরছেন অনেকে। আবার অনেকে হাটে এসেছেন ভোরবেলাতেই। ঘুরে দেখছেন হাট। পছন্দ হলে দরদাম করছেন। দরদামে বনিবনা হয়ে গেলে কিনে নিচ্ছেন পছন্দের পশু।

হাটে মিলছে নানা জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও দেখা মিলছে উট-দুম্বারও। তবে প্রতিবারের মতো এবারও মাঝারি ও ছোট গরুর চাহিদা রয়েছে তুঙ্গে। আর বড় গরুর চাহিদা কম থাকায় দুশ্চিন্তায় পড়েছেন বিক্রেতারা।
 
ব্যাপারী ও খামারিরা বলছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। তবে বড় গরু দরদাম হলে বিক্রি হচ্ছে কম। ফলে এসব গরুর বেশিরভাগ ফেরত নিয়ে যেতে হবে। নাবিল নামে এ ব্যাপারী বলেন, ১ থেকে ২ লাখ টাকা মূল্যের ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি। দাম বেশি হাঁকায় চাহিদা কম বড়ো আকারের গরু-ছাগলসহ অন্যান্য প্রজাতির পশুর।

গাবতলীর পশুর হাটের ইজারাদার সৈয়দ এ সিদ্দিক বলেন, এখন পর্যন্ত পশুর হাট স্থিতিশীল রয়েছে। পশুর দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। বিকেল থেকে হাট আরও জমজমাট হয়ে উঠবে।
 
তবে ক্রেতারা বলছেন, এখনও পশুর দাম কিছুটা বেশি। আসরাফ নামে এক ক্রেতা বলেন, বড় গরুর দাম অনেক বেশি। ছোট ও মাঝারিগুলোর দামও কিছুটা চড়া।

দক্ষিণ সিটি করপোরেশনের অস্থায়ী পশুরহাট শনির আখড়া (দনিয়া কলেজের পূর্ব পাশে ও ছনটেক মহিলা মাদ্রাসার পশ্চিমের খালি জায়গায় হাট)। এ হাটে বৃহস্পতিবার ভোর থেকে ক্রেতার ভিড় বাড়তে শুরু করেছে। এরই সঙ্গে বেড়েছে পশু বিক্রি। বিক্রেতারাদের প্রত্যাশা আজ বৃহস্পতিবার ও শুক্রবার জমজমাট বেচাকেনা হবে।

ঢাকা উত্তরের দিয়াবাড়ি হাটও জমজমাট। সেখানে উত্তরবঙ্গের রংপুর থেকে গরু বেচতে আসা এক ব্যাপারে জানালেন, গরুর দাম ক্রেতাদের হাতের নাগালে থাকলেও বিক্রেতারা পুরোপুরি কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না। আর শেষ মুহূর্তে সব গরুর বিক্রি হবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছে।

গরুর পাশাপাশি রাজধানীর পশুর হাটগুলোতে ছাগলও বিক্রি হচ্ছে বেশ। এর পাশাপাশি কোথাও কোথাও বিশেষ আকর্ষণ হিসেবে উট-দুম্বাও দেখা গেছে। এছাড়া মহিষ-ভেড়ার বেচাকেনাও চোখে পড়ারর মতো। অনেকেই কোরবানির জন্য গরুর পাশাপাশি মহিষও বেছে নিচ্ছেন।

FJ
আরও পড়ুন