ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে ঢাকা

আপডেট : ০৮ জুন ২০২৫, ১০:০৭ এএম

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন লাখ লাখ মানুষ। এর ফলে অনেকটাই ফাঁকা হয়ে গেছে রাজধানী। তবে এখন জনমানুষ কম থাকার পরও ভালো নেই ঢাকার বাতাস। বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

রোববার (৮ জুন) সকাল সাড়ে ৬টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানায়।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে থাকা চিলির সান্টিয়াগোর স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর বলে বিবেচিত। দ্বিতীয় স্থানে আছে ভারতের দিল্লি। সেখানকার বায়ুর মান ১৬১, যা অস্বাস্থ্যকর। তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ঢাকার স্কোর ১৬০, এটিও অস্বাস্থ্যকর বলে বিবেচিত। চতুর্থ স্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুর স্কোর ১৫৫।

RF/SN
আরও পড়ুন