রাজধানীতে গতবারের তুলনায় এবার অর্ধেক পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন কর্তৃপক্ষ। মঙ্গলবার (১০ জনু) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজ এ তথ্য জানিয়েছেন।
ঢাকার দুই সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, এবার পশু কোরবানি হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি। এর মধ্যে উত্তর সিটিতে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি এবং দক্ষিণ সিটিতে ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি হয়েছে। গত বছর দুই সিটি করপোরেশনে পশু কোরবানি হয় ১২ লাখ। অর্থাৎ গত বছরের তুলনায় এবার প্রায় অর্ধেক পশু কোরবানি হয়েছে ঢাকায়।
ডিএনসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া জানান, সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে এবার মোট ১ লাখ ৬৬ হাজার ৭৫৪টি পশু কোরবানি করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন শনিবার (৭ জুন) ১ লাখ ৩৩ হাজার ৩১৭টি, পরদিন রোববার (৮ জুন) ৩১ হাজার ৭৪৫টি এবং তৃতীয় দিন সোমবার (৯ জুন) ১ হাজার ৬৯২টি পশু কোরবানি হয়েছে।
তবে সিটি করপোরেশনটির ৭৫টি ওয়ার্ডে কী কী পশু কোরবানি হয়েছে এবং কোন পশু কতটি করে কোরবানি হয়েছে সেই তথ্য দিতে পারেননি তিনি।
এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, উত্তর সিটিতে গরু, ছাগল, মহিষ, ভেড়া কোরবানি হয়েছে। কোনো উট কোরবানি হয়নি। সব মিলিয়ে ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি হয়েছে। এর মধ্যে গরু ৩ লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল ১ লাখ ৫৪৬টি, মহিষ ১ হাজার ৭৬২টি এবং ভেড়া ৪ হাজার ৫৭টি কোরবানি হয়েছে।
তিনি বলেন, গত বছরের তুলনায় এবার ঢাকায় পশু কোরবানির সংখ্যা কমেছে। গত বছর উত্তর সিটি করপোরেশন এলাকায় কত পশু কোরবানি হয়, তার আলাদা তথ্য আমাদের কাছে নেই। তবে দুই সিটি করপোরেশনে গত বছর ১২ লাখ পশু কোরবানি হয়। আর এবার হয়েছে ৬ লাখ ৩২ হাজার ৮৩৪টি পশু।
