রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগ ভূইয়াপাড়ার একটি বাসা থেকে সিলিং ফ্যানের রডে ঝুলন্ত অবস্থায় এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম মো. সাইদুল বাশার সীমান্ত (২৪)।
সীমান্ত মিরপুর কমার্স কলেজের বিবিএ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদরের বালুটেক গ্রামে। তিনি মোহাম্মদ মিরাজ মিয়ার ছেলে। বর্তমানে সবুজবাগের ভূইয়াপাড়ায় পরিবারসহ বসবাস করতেন।
পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
নিহতের মা তাহেরা খাতুন জানান, ‘রাতের দিকে পারিবারিক ঝামেলার পর সীমান্ত কিছু না বলেই নিজের ঘরে চলে যায় এবং দরজা বন্ধ করে দেয়। অনেকক্ষণ সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি, সে সিলিং ফ্যানের লোহার হুকের সঙ্গে গলায় ক্যাবলের তার পেঁচিয়ে ঝুলে আছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার বলেন সে আর বেঁচে নেই।’
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘চিকিৎসকের বরাতেই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জানা গেছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’
