ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে র‍্যাব পরিচয়ে নগদ এজেন্টের টাকা ছিনতাই

আপডেট : ১৪ জুন ২০২৫, ১২:১০ পিএম

রাজধানীর উত্তরা এলাকা থেকে নগদের ডিস্ট্রিবিউটরের প্রতিনিধিদের কাছ থেকে বড় অঙ্কের টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাই হওয়া অর্থের পরিমাণ নিশ্চিতভাবে জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সংখ্যাটি কোটি টাকার অধিক।

শনিবার (১৪ জুন) সকাল ৯ উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা জানান, ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে একটি কালো মাইক্রোবাসে করে আসা একদল ব্যক্তি নিজেদের র‍্যাব সদস্য পরিচয় দিয়ে তাদের পথরোধ করে এবং টাকা ভর্তি ব্যাগসহ তাদের গাড়িতে তুলে নেয়। টাকা ছিনতাইয়ের পর তাদের (নগদের প্রতিনিধিদের) উত্তরা ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু করেছে। আইন-শৃঙ্খলা বাহিনী বলেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনার অনুসন্ধানে কাজ চলছে।

নগদের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নিয়ম অনুযায়ী প্রতিদিনের কালেকশন নির্ধারিত ব্যাংকে জমা দিতে প্রতিনিধি দল রওনা দিয়েছিল। তারা এই ঘটনায় যথাযথ নিরাপত্তা হেফাজতের অভাব এবং প্রতারণামূলক উপায়ে ছিনতাইয়ের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে পুলিশ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর দ্রুত ও কার্যকর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগী প্রতিষ্ঠান ও স্থানীয় ব্যবসায়ীরা।

উত্তরা (পশ্চিম) থানার ভারপ্রাপ্তে কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান খবর সংযোগকে জানান, সকালে ১ কোটি টাকার ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত থানায় অভিযোগ দায়ের হয়নি। ঘটনাস্হলে আছি। পুলিশ কাজ করছে।

SN
আরও পড়ুন