বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
বিএসপির দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম মিয়া এ তথ্য জানিয়েছেন।
এর আগে, দুপুর দুইটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান মাইজভাণ্ডার দরবার শরীফের পীর, আওলাদে রাসুল (সা.) হজরত শাহসুফি সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী। জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকারকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
শুক্রবার (২০ জুন) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল আজিজ সরকার। তার বয়স হয়েছিল ৮২ বছর।