ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বিএনপিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘জনগণের ওপর তাদের ভরসা কম। ১১ দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে। এই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, প্রতিদ্বন্দ্বীকেও ভয় পাচ্ছে। এ কারণে তারা সন্ত্রাসী কার্যক্রম ও বলপ্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা করছে।’
বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বাড্ডায় নির্বাচনি প্রচার শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘সারাদেশে ১১ দলীয় জোটের নারী কর্মীদের হেনস্তা ও আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে এনসিপির দুই প্রার্থী ঢাকা-১৮ ও ঢাকা-৮ আসনের প্রার্থীকে হেনস্তা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্তা করা হয় বা তার সমর্থক-কর্মীদেরকে বাধা দেওয়া হয় প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না। তখন এটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে পারি না।’
নাহিদ ইসলাম বলেন, ‘একধরনের পেশিশক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম তৈরির অপচেষ্টা চলছে। যে দলের পক্ষ থেকে এসব করা হচ্ছে, তারা সামনে গিয়ে তা আরও বাড়াবে।’
এনসিপি'র এই আহ্বায়ক বলেন, ‘এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে পড়বে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না। এখনই যদি এসব বন্ধ না করা যায়, তাহলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না।’
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা পরিকল্পনা মির্জা আব্বাসের: নাহিদ ইসলাম
১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে: নাহিদ ইসলাম
