রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোডে মোছা. হামিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৩ জুন) সকাল ৯টার দিকে ৬/ডি, তোপখানা রোডের নিজ বাসায় গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত হামিদা ওই বাড়ির মো. মীর আনোয়ার হোসেনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার এসআই ইয়ামিন সরকার।
এসআই ইয়ামিন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধাকে নিজ বাসার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই ইয়ামিন সরকার বলেন, প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, হামিদা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং মানসিকভাবে চরম কষ্টে ভুগছিলেন। এ মানসিক যন্ত্রণার কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।
