দেশের ভেতরের পোস্টাল ব্যালটে বড় পরিবর্তন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৩১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ভেতরের পোস্টাল ব্যালটের (আইসিপিভি) ডিজাইনে বড় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের সিদ্ধান্ত অনুযায়ী সব নিবন্ধিত প্রতীক রাখার কথা থাকলেও এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট আসনের কেবল চূড়ান্ত প্রার্থী ও তাঁদের প্রতীকই ব্যালটে থাকবে। তবে প্রবাসীদের পোস্টাল ব্যালটের (ওসিভি) ক্ষেত্রে পূর্বের নিয়মই বহাল থাকছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দেশের ভেতরের পোস্টাল ব্যালট এখন থেকে সাধারণ ব্যালট পেপারের মতোই সহজবোধ্য হবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাসুদ জানান, ‘দেশের ভেতরে যে পোস্টাল ব্যালট ব্যবহার হবে, তার ডিজাইনে পরিবর্তন আনা হচ্ছে। সংশ্লিষ্ট আসনের জন্য যে ব্যালট ছাপা হবে, সেটিই পাঠানো হবে। বিদেশে পাঠানো ব্যালটে সব দলের প্রতীক থাকলেও দেশের ভেতরের ক্ষেত্রে শুধু সংশ্লিষ্ট আসনের প্রার্থীরাই ব্যালটে স্থান পাবেন।’

গত ৫ জানুয়ারি মধ্যরাতে শেষ হওয়া নিবন্ধন প্রক্রিয়া অনুযায়ী, এবার দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসীদের পাশাপাশি নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা, কারাবন্দি এবং নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবীরা এই সুযোগ পেয়েছেন।

পোস্টাল ব্যালটের আগের নকশা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে তীব্র আপত্তি জানানো হয়েছিল। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছিলেন যে, সব প্রতীক সম্বলিত ব্যালট পেপারটি পক্ষপাতমূলক এবং একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তৈরি। দলটির একটি প্রতিনিধিদল সম্প্রতি সিইসির সঙ্গে দেখা করে এই ব্যালট সহজ করার দাবি জানিয়েছিল। মূলত রাজনৈতিক দলগুলোর উদ্বেগ ও স্বচ্ছতা নিশ্চিত করতেই ইসি এই পরিবর্তনের পথে হাঁটল।

১৯ জানুয়ারি এ সংক্রান্ত একটি সংশোধিত পরিপত্র সকল রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন।

DR/SN
আরও পড়ুন