ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

খিলক্ষেতে সড়ক দুর্ঘটনায় ২ পরিচ্ছন্নতা কর্মী নিহত

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১১:১৫ এএম

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) দুই পরিচ্ছন্নতা কর্মী নিহত হয়েছেন। নিহতারা হলেন আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।

রোববার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত দুই পরিচ্ছন্নতা কর্মী সকালে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় উত্তরা দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।

খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ড‌ভ্যানটিকে জব্দ ও চালককে আটক করা হয়েছে।

AHA
আরও পড়ুন