ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

হোসেনি দালান থেকে তাজিয়া মিছিল শুরু

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ১০:৩৪ এএম

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর লালবাগের হোসনি দালান থেকে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের মুসলিমরা। এ উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

রোববার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় রাজধানীর চারশ বছরের পুরোনো হোসেনি দালান থেকে এই শোকের মিছিল বের হয়েছে।

তাজিয়া মিছিলটি আজীমপুর, নীলক্ষেত, নিউ মার্কেট, সাইন্সল্যাব ও ধানমন্ডি গিয়ে শেষ হবে। হোসেনি দালান ঘুরে শিয়া সম্প্রদায়ের মুসলিমদের প্রস্তুতি নিতে দেখা গেছে৷ অধিকাংশই কালো পোশাক পরে এসেছেন। এছাড়া প্রতীকী ছুরি,আলাম, পতাকা বা নিশান, বেস্তা নিয়ে এসেছেন অনেকে।

মিছিলে অংশগ্রহণ করতে আসা আব্দুল্লাহ বলেন, এ দিনটা আমাদের জন্য কষ্টের। ইমাম হাসান এবং হোসেনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তিনি স্বপরিবারে শহীদ হয়েছিলেন। সেদিনটি স্মরণ করতে আমরা আয়োজন করে থাকি।

আশুরা মুসলিম উম্মাহর জন্য এক শোকাবহ দিন। এদিন কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন (রা.) শহীদ হন। এ ঘটনা স্মরণে শিয়া সম্প্রদায়ের লোকজন প্রতিবছর মহররমের ১০ তারিখে এই তাজিয়া মিছিলের আয়োজন করে থাকেন।

AHA
আরও পড়ুন