রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চারজন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত (ক্লোজড) করা হয়েছে। তারা হলেন- এসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল মজিদুল ও কনস্টেবল নুরনবী।
শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তাদেরকে ক্লোজড করা হয় বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এসি এসএম মেহেদী হাসান।
মোহাম্মদপুর এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েও পুলিশের কাছে গিয়ে সমাধান না পেয়ে উল্টো হয়রানির শিকার হন এক যুবক। রাস্তায় সেই ছিনতাইকারীদের দেখিয়ে দিলেও পুলিশ তাদের আটক না করে নির্বিকার ছিল। পেশায় সাংবাদিক ওই যুবক বিষয়টি নিয়ে ফেসবুকে স্টাটাস দেওয়ার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হয়। এরপর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে থানার চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
কী ঘটেছিল?
বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়ে মোবাইল ছিনতাই হয় আহমাদ ওয়াদুদ নামে এক যুবকের। পরে তিনি থানায় যান। কিন্তু থানার ডিউটি অফিসার তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। এক পর্যায়ে থানার ওসির সঙ্গে কথা বলেন। ওসি বিষয়টির সমাধান না দিয়ে তাকে নানা প্রশ্ন করেন এবং তাকে বলেন, আমি কমদামি ফোন ব্যবহার করি আর আপনি এত দামি ফোন নিয়ে ঘোরেন? অবশেষে সেই ওসি তার একজন এসআইকে দায়িত্ব দেন। এসআইকে নিয়ে ঘটনাস্থলে যান ভুক্তভোগী ওয়াদুদ। এরপর সেখানে গিয়ে দেখতে পান, ছিনতাইকারী তখন আড্ডা দিচ্ছে। এসময় তিনি সেই এসআইকে তাদের দেখিয়ে দেন যাতে তাদের গ্রেপ্তার করা হয়। কিন্তু এসআই সেখানে যান এবং অন্য লোকজনের সঙ্গে কথা বলে ফেরত আসেন। সেখান থেকে আসার পর ভুক্তভোগীকে বাসায় চলে যেতে বলেন।
এসব বিষয় নিয়ে বিষদ একটি স্টাটাস দেন আহমাদ ওয়াদুদ। এরপর বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পুলিশ প্রশাসনও বিপাকে পড়ে যায়। ঘটনার চব্বিশ ঘণ্টার মধ্যে ফোনসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
