ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জলাধার, মাঠ-পার্ক সংরক্ষণে ডিএনসিসির চিঠি

আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০৩:৪৫ পিএম

রাজধানীর জলাধার, পার্ক ও খেলার মাঠ সংরক্ষণে পদক্ষেপ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে এসব চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়। শুক্রবার (১৫ আগস্ট) ডিএনসিসির এক সংবাদ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান রক্ষায় ‘বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) ২০২২–২০৩৫’-এ প্রস্তাবিত এসব স্থানের জমি ক্রয়-বিক্রয় ও ভূমি ব্যবহার পরিবর্তন রোধে চিঠিতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি খাজনা আদায় সংক্রান্ত বিধি আরোপ ও ক্রয়-বিক্রয় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এর আগে, ডিএনসিসির ৫ম বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। এরপর প্রস্তাবিত পার্ক ও জলকেন্দ্রিক পার্কে সচেতনতামূলক সাইনবোর্ড স্থাপন এবং অননুমোদিত দখল রোধে কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে আফতাবনগর সংলগ্ন বাড্ডা এলাকার প্রায় ১৫০ একর জলকেন্দ্রিক পার্কে সাইনবোর্ড লাগানো হয়েছে।

এছাড়া বৃহত্তর মিরপুর, কাফরুল, ক্যান্টনমেন্ট, খিলগাঁও, তুরাগ, পল্লবী ও দক্ষিণ-উত্তর খান এলাকায় মোট প্রায় ১,৫০০ একর জমিতে প্রস্তাবিত জলাধার, পার্ক ও খেলার মাঠ সংরক্ষণে সাইনবোর্ড স্থাপন কাজ চলমান রয়েছে।

ডিএনসিসি আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নগরের পরিবেশ, জীববৈচিত্র্য ও নাগরিক জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

DR
আরও পড়ুন