ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হাজতি ঢামেকে মৃত্যু

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া শ্রী কিরণ পরিতোষ চন্দ্র (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নিয়ে এলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, হাজতি কিরণ কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা তাকে ঢামেকে নিয়ে আসেন। এরপর চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

মৃত কিরণের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তার বাবার নাম জগেন্দ্র চন্দ্র সূত্রধর। রাজধানীর ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলার আসামি ছিলেন তিনি। 

MH/MMS
আরও পড়ুন