ঢাকার কেরানীগঞ্জের বাবু বাজার এলাকায় ‘জমেলা টাওয়ার’ নামে একটি ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত ভবনটিতে আটকা পড়া ৪২ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৫টা ৩৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ইনস্পেকটর আনোয়ারুল ইসলাম জানান, ১২ তলা বিশিষ্ট ওই ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সকাল সাড়ে ৮টার দিকে মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, ফায়ার ফাইটারদের তৎপরতায় এখন পর্যন্ত ভবনের বিভিন্ন ফ্লোর থেকে ৪২ জনকে সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এবং আটকে পড়াদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।
তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কেরানীগঞ্জে জমেলা টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট