ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান, অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ১১

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:২২ এএম

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। 

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা অভিযানের তথ্য নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ৯টা থেকে যৌথবাহিনীর বিশেষ অভিযান শুরু হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- মিঠুন (৩২), ইমরান (২৫), বাবু (২৮) ও মিজানুর রহমান (৩১)। এ ছাড়া, গোয়েন্দা কর্মীর ওপর হামলাকারীদের মধ্যে রয়েছে- সুজন (২৬), দিপু (২৭), সাকিব (২২), রবিন (২৬), মাসুম (২৬), রমজান (১৬) ও শেখ গোলাম জেলানি (৬৮) যিনি মোহাম্মদপুর থানার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।   

সেনাসূত্র জানায়, মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আনুমানিক দুইটার দিকে ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসী বুনিয়া সোহেলের উপস্থিতি লক্ষ্য করা যায়। গোয়েন্দা কার্যক্রম চলাকালীন তিনি ও তার সহযোগীরা এক গোয়েন্দা কর্মীর উপর হামলা চালান, এতে ওই কর্মকর্তা মাথায় গুরুতর আঘাত পান। 

দ্রুত সেনাটহল ঘটনাস্থলে পৌঁছে আহত কর্মীকে উদ্ধার করে এবং অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। পরে রাত আটটার দিকে পুনরায় অভিযান চালিয়ে ৫,৬৬০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, তিনটি সামুরাই, দুটি চাপাতি, মাদক বিক্রির নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে মাদকের সঙ্গে জড়িত ৪ জনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। আর হামলার সঙ্গে জড়িত ৭ জনকে জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হবে বলেও জানায় সেনাবাহিনী।

AHA
আরও পড়ুন