ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গণ-অধিকার পরিষদের পল্টন মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩২ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর পল্টনে সড়ক অবরোধ করেছেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে পল্টন মোড় অবরোধ করেন তারা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে গণ-অধিকার পরিষদের নেতারা অভিযোগ করেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
 
এসময় নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলার বিচার ছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দেন তারা।

FJ
আরও পড়ুন