ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪০ পিএম

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় মুজিবুর রহমান নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর রহমান দক্ষিণখান থানার আজমপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদের ছেলে। তিনি মুদি ব্যবসায়ী ছিলেন।

নিহত মুজিবুরের শ্যালক সুমন মিয়া জানান, সকালে মেয়ে মারিহাকে কলেজে পৌঁছে দিয়ে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফেরার পথে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আহত হন মুজিবুর রহমান। পথচারীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল সোয়া ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

MH/FJ
আরও পড়ুন