রাজধানীতে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নিয়ন্ত্রণ কক্ষ সক্রিয়ভাবে কাজ করছে। পরিস্থিতি তদারকির জন্য খোলা হয়েছে হটলাইন নম্বর ০১৭০৯৯০০৮৮৮, যেখান থেকে নাগরিকরা সরাসরি অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান এক বিবৃতিতে জানান, ডিএসসির আওতাধীন এলাকায় জলাবদ্ধতা দ্রুত দূর করতে প্রতিটি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা এবং ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম কাজ চালিয়ে যাচ্ছে।
রাজধানীর গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড ও ধানমণ্ডি এলাকাগুলোর জলাবদ্ধতা অনেকটাই নিরসন হয়েছে। তবে বৃষ্টির পানির প্রাকৃতিক নির্গমন পথ- খাল ও নদীর পানির উচ্চতা বেশি থাকায় পানিনিষ্কাশনের গতি কিছুটা ধীর বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাসেল রহমান বলেন, ‘পানি নিষ্কাশনের ধীরগতি থাকলেও আমরা অস্থায়ী পোর্টেবল পাম্প বসিয়ে দ্রুত পানি সরানোর চেষ্টা করছি। এছাড়া কমলাপুর এলাকায় হাই প্রেসার ভার্টিক্যাল পাম্প ব্যবহার করে পানি নামানোর কাজ চলমান রয়েছে।’
আবহাওয়া অফিসের বরাত দিয়ে ডিএসসিসি জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
গতরাত থেকে রাজধানীতে একটানা বৃষ্টিপাতের কারণে ডিএসসিসির বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দেয়। এসব সমস্যার সমাধানে কর্পোরেশনের কর্মীরা রাত থেকেই মাঠে কাজ করছে।
ডিএসসিসি কর্তৃপক্ষ নাগরিকদের যেকোনো জলাবদ্ধতা বা সমস্যার তথ্য হটলাইনে জানানোর আহ্বান জানিয়েছে। একইসঙ্গে, পানি নিষ্কাশনের পথ যেমন ড্রেন বা খালের মুখে পলিথিন, বর্জ্য বা প্লাস্টিক না ফেলতে অনুরোধ করা হয়েছে।
দুই ঘণ্টার বৃষ্টিতে ঢাকার রাস্তায় জলাবদ্ধতা, নাকাল জনজীবন
বিদ্যুতের তার ছিঁড়ে রাস্তার বৃষ্টির পানিতে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু