ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মহাখালীতে পেট্রোল পাম্পে আগুন, দগ্ধ ৭

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৭ পিএম

রাজধানীর মহাখালীতে ‘গুলশান সার্ভিস সেন্টার নামের একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সাত জন দগ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে দগ্ধ হওয়া ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সঙ্গে জড়িত সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে।

বর্তমানে ওই পাম্পের একটি অংশে তেল বিক্রি করা বন্ধ আছে।

কর্মীরা নিজেরাই আগুন নিভিয়ে ফেলায় ফায়ার সার্ভিসের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।

MH/FJ
আরও পড়ুন