হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯২৫টি কচ্ছপ জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কচ্ছপগুলো জব্দ করে।
এ সময় তল্লাশিতে একটি সবুজ রঙের লাগেজ থেকে ১৪৫টি স্টার টরটয়েজ, একটি নীল রঙের লাগেজ থেকে ৭৮০টি কড়িকাইট্টাসহ মোট ৯২৫টি কচ্ছপ জব্দ করা হয়। যাদের ওজন প্রায় ৫৮ কেজি। এ সময় কচ্ছপগুলো বহনকারী মোহাম্মদ শওকত আলী ভূঁইয়া বিমানবন্দর থেকে দ্রুত পালিয়ে যান।
জানা যায়, জব্দকৃত কচ্ছপগুলো বাংলাদেশ হতে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। যা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৬ ও ৩৪ (খ) এবং বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ধারা ২৫-বি অনুযায়ী গুরুতর দণ্ডনীয় অপরাধ।
উদ্ধারকৃত বন্যপ্রাণীগুলো জব্দতালিকার মাধ্যমে বন অধিদপ্তরের হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থলে বন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মী এবং প্রত্যক্ষদর্শীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিমানবন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং পলাতক আসামি মোহাম্মদ শওকত আলী ভূঁইয়াকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ সদস্য বরখাস্ত