ঢাকার রমনা পার্কের লেক থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ অক্টোবর) তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মো. ওয়াসিমুল হক (৫৫) রাজধানীর মগবাজারের স্থায়ী বাসিন্দা। তার বাবার নাম মো. নাজমুল হক।
মৃতের মামাতো ভাই বলেন, ‘তার ফুফাতো ভাই ওয়াসিমুল দীর্ঘ ১৫ বছর ধরেই মানসিক সমস্যা ছিল। কখনো ভালো আবার কখনো খারাপ হয়ে যায়। কখনো নিজেকে ব্যালেন্স রাখতে পারে না।’
স্থানীয়রা জানান, কিছু সময় তাকে পার্কে বসে থাকতে দেখেন। তার কিছুক্ষণ পর ওপরে জুতা এবং তাকে রমনা পার্কের লেকের পানিতে ভাসতে দেখেন।
রমনা থানার উপ-পরিদর্শক এসআই মো. মিজানুর রহমান বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে রমনা পার্কের লেক থেকে ভাসমান অবস্থায় ওয়াসিমুল হককে উদ্ধার করা হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি আরো বলেন, ‘বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
রাজধানী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ স্মার্ট হাসান গ্রেপ্তার
মন্দির থেকে ৩০ রাউন্ড গুলি চুরি, ৭ পুলিশ সদস্য বরখাস্ত