রাজধানীর শাহবাগে নোয়াখালীকে পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে ‘চকবাজার স্টাফ সমিতি সংগঠন’-এর ব্যানারে শ’খানেক যুবক এ বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা ‘দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই’ এই স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ে সমবেত হন। তাদের দাবি, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং আশপাশের জেলা নিয়ে গঠন করতে হবে নতুন ‘নোয়াখালী বিভাগ’।
বিক্ষোভকারীরা বলেন, দীর্ঘদিন ধরে নোয়াখালী অঞ্চলের মানুষ প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত। স্থানীয় উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দ্রুত অগ্রগতি নিশ্চিত করতে নোয়াখালী বিভাগ গঠন সময়ের দাবি।
এদিকে সরকার নতুন দুটি প্রশাসনিক বিভাগ গঠনের পথে রয়েছে ফরিদপুর ও কুমিল্লা। গত ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ সচিব আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রি-নিকার বৈঠকে ফরিদপুর ও কুমিল্লা নামে নতুন বিভাগ এবং দুটি উপজেলা গঠনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এই সিদ্ধান্তের পর থেকেই নোয়াখালী বিভাগ ঘোষণার দাবি জোরালো হয়ে উঠেছে।
ব্রাহ্মণবাড়িয়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩০