সনদের আইনি ভিত্তির দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবশে করে অবস্থান নিয়েছেন জুলাই শহীদ পরিবার ও যোদ্ধারা। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় এই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
এদিন সকালেই অনুষ্ঠানের মঞ্চের সামনে অতিথিদের জন্য সাজিয়ে রাখা চেয়ারে জুলাই শহীদের পরিবার ও আহতরা অবস্থান নিয়ে বসে আছেন। অনুষ্ঠান মঞ্চ ও অতিথিদের চেয়ারের মাঝামাঝি স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
শুক্রবার ভোরে আলো ফোটার পরেই বিক্ষোভকারীরা সংসদ ভবনে প্রবেশের ফটক টপকে ভেতরে প্রবেশ করেন এবং একপর্যায়ে দক্ষিণ প্লাজায় মঞ্চের সামনে চলে যান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও, বিক্ষোভকারীরা অতিথিদের চেয়ারে বসে পড়েন।
জুলাই যোদ্ধাদের অভিযোগ, তাদের অবমূল্যায়ন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে তাদের খোঁজ নেয়া হয়নি। জুলাই সনদে তাদের স্বীকৃতি দেয়া হয়নি। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মৌলিক অধিকার সংরক্ষণ ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান, এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তি আইন করে তার বাস্তবায়ন।

তাদের দাবি, ঐকমত্য কমিশনের সদস্যরা যাতে মঞ্চের সামনে এসে তাদের দাবি দাওয়া শোনেন।
পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম এ বিষয়ে গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীদের সরে যেতে বলা হলেও তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত যাবেন না বলে জানিয়েছেন।
তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিনিধিরা অনুষ্ঠান স্থলে আসছেন এবং তাদের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হবে। আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
