ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

‘জুলাই গ্রাফিতি আর্ট’ প্রতিযোগিতার নিবন্ধন শুরু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ এএম

রাজধানীর উত্তরায় জুলাই শহিদদের স্মরণে দিনব্যাপী ‘জুলাই গ্রাফিতি ও পেইন্টিং প্রতিযোগিতা’ আয়োজন করা হচ্ছে। আগামী শনিবার (১ নভেম্বর) উত্তরা ৩ নম্বর সেক্টরের শহিদ মুগ্ধ মঞ্চে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আয়োজক শহিদ মুগ্ধ মঞ্চ কমিটির সদস্য শিবলী হাওলাদার জানান, আয়োজনের মূল উদ্দেশ্য হলো জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণআন্দোলনের স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, ন্যায়বোধ ও গণতান্ত্রিক চেতনা জাগ্রত করা।

তিনি বলেন, ‘এটি শুধুমাত্র একটি শিল্প প্রদর্শনী নয়, এটি একটি স্মৃতি ও চেতনার উৎসব। রঙ ও তুলির মাধ্যমে তরুণ শিল্পীরা স্বাধীনতা এবং গণমানুষের আত্মত্যাগের গল্প তুলে ধরবেন।’

আয়োজক কমিটি জানিয়েছে, প্রতিযোগিতায় উত্তরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রয়োজনীয় রং ও তুলি আয়োজকদের পক্ষ থেকে সরবরাহ করা হবে। তবে অংশগ্রহণকারীরা চাইলে নিজেদের উপকরণও ব্যবহার করতে পারবেন।

গ্রাফিতি শিল্পীদের জন্য তিনটি ক্যাটাগরিতে আকর্ষণীয় পুরস্কার রাখা হয়েছে। আগ্রহীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বা সরাসরি শহিদ মুগ্ধ মঞ্চ কমিটির সঙ্গে যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন।

NB/AHA
আরও পড়ুন