রাজধানীর মোহাম্মদপুরে সেনা অভিযানে ৩২টি তাজা ককটেলসহ বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৩টার দিকে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয় বলে জানিয়েছেন ২৩ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ পিএসসি।
তিনি জানান, ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্র ও ৩২টি ককটেল, বিপুল পরিমাণ বিস্ফোরক, আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ সময় চারজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে নাশকতা করার পরিকল্পনা রিয়াজ (২৬), শিশু, শুভ (৩৩) ও মান্নান (২৮)। তাদের মধ্যে মান্নান হচ্ছে পিচ্চি রাজার ক্যাশিয়ার।
লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসিলা আর্মি ক্যাম্প মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প থেকে সাতটি ধারালো অস্ত্র এবং তিনটি স্প্রিন্টারসহ তিন আসামিকে গ্রেপ্তার করে। স্প্রিন্টারগুলো দেখে সন্দেহ হলে মোহাম্মদপুর থানার সহায়তায় রাত সাড়ে ৯টায় আবারও জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। সেখানে অনেকগুলো মার্বেল, ৩২টি ককটেল ও অনেকগুলো গান পাউডার পাওয়া যায়। সেখানে ব্লেন্ডার মেশিন দিয়ে গান পাউডার মার্বেল পাথর ব্লেন্ড করে এই ককটেলগুলো তৈরি করা হয়।
ঢাবি ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা