ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মোহাম্মদপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১০

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৪০ পিএম

রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন শ্রী হৃদয় (২২), মাসুদ রানা (২৮), এম রহমান চৌধুরী (৪৯), বুলু (২৫), নাসির (২৮), বেলাল (২৪), শামীম (৩৩), সাইফুল (৩২), ফিরোজ (২৮) ও ইমরান (১৮)।

তালেবুর রহমান জানান, রোববার (২৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। তাদের আদালতে পাঠানো হয়েছে।

DR/FJ
আরও পড়ুন