প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
বুধবার (২৯ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
বিএনপির কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বিচার সংস্কার নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ’ শীর্ষক প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল সাড়ে ১০টায় হোটেল লেকশোর-এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গণঅধিকার পরিষদের কর্মসূচি
বিকেল সাড়ে ৪টায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় গুলশান লিংক রোডের আলোকিতে ‘Empower: Women for Climate Resilient Societies’ শীর্ষক সেমিনারে যোগ দেবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
জামায়াতের কর্মসূচি
সকাল সাড়ে ৯টায় মগবাজারে কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের প্রতিনিধি দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিং।
