ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম

রাজধানীতে প্রতিদিনের মতো আজও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি ঘিরে সড়কে বাড়তে পারে ভিড় ও যানজট। তাই দিনের শুরুতেই জানা প্রয়োজন কোথায় কোন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার (৭ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

বিএনপির কর্মসূচি

সকাল ১০টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতারা এবং ঢাকা মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

নয়াপল্টনে বেলা ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কেন্দ্রীয় কমিটি আয়োজিত র‌্যালির উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

ইউটিএফের আত্মপ্রকাশ

বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ঐক্য, মর্যাদা, দায়বদ্ধতা ও সামাজিক ভূমিকা পুনর্নির্ধারণের লক্ষ্যেকে সামনে রেখে আত্নপ্রকাশ করতে যাচ্ছে ‘ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)’। এ উপলক্ষে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু।

NB/AHA
আরও পড়ুন