ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রামপুরাসহ চার পয়েন্টে পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৫১ এএম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ডাকা ঢাকা লকডাউন কর্মসূচি প্রতিহত করতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর প্রাইভেট বিশ্ববিদ্যালয় অধ্যুষিত এলাকাগুলোর চারটি পয়েন্টে অবস্থান নেবে সংগঠনটির নেতাকর্মীরা। বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামী ছাত্রশিবিরের বেসরকারি বিশ্ববিদ্যালয় পশ্চিম শাখার সভাপতি মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও সন্ত্রাসী ছাত্রলীগের কোনো খুনি-হত্যাকারীকে রাস্তায় নামতে দেওয়া হবে না। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রশিবির রাস্তায় থাকবে তাদের প্রতিহত করতে।’

রেজাউল করিমের তথ্যমতে, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক ও কানাডিয়ান ইউনিভার্সিটির কাছাকাছি রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নেবে তাদের একটি অংশ। নর্থ সাউথ, আইইউবি, ডিআইইউ ও ইউআইইউর আশপাশে বসুন্ধরা গেটে আরেকটি দল থাকবে। এছাড়া উত্তরা বিএনএস সেন্টারের সামনে ও মিরপুর এলাকায় আরও দুটি গ্রুপ অবস্থান নেবে।

এদিকে নিরাপত্তা শঙ্কার কারণে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে। তবে এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ছাত্রশিবিরের নেতা রেজাউল করিম। তিনি বলেন, ‘জুলাইয়ে বাড্ডা, রামপুরা, উত্তরা ও মিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়েছে। অথচ এখন বিদেশে পালিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাদের ডাকা তথাকথিত লকডাউনের ভয়ে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ঘরবন্দী করে রাখতে চাইছে।’

তিনি অবিলম্বে ১৩ নভেম্বর বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস ও পরীক্ষা চালু রাখার দাবি জানান এবং শিক্ষার্থীদের ক্যাম্পাসে উপস্থিত থাকার আহ্বান জানান।

এদিকে, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। গত দুদিন ধরে রাজধানীসহ বিভিন্ন জেলা শহরে যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঢাকায় একটি বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন দেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে।

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ইস্টার্ন ইউনিভার্সিটি ও সোনারগাঁও ইউনিভার্সিটি ১৩ নভেম্বর অনলাইন ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে। সমালোচনার মুখে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় তাদের অনলাইন ক্লাসের নোটিশ প্রত্যাহার করেছে।

DR/AHA
আরও পড়ুন