ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছেছে দুই বুলডোজার

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম

চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গণ-অভ্যুত্থানে পতন হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার তারিখ আজ সোমবার (১৭ নভেম্বর)। 

এদিনেই দুটি বুলডোজার ধানমন্ডি ৩২-এর দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন ছাত্র-জনতা। তাছাড়া, শেখ হাসিনার ফাঁসির দাবি ও দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী কর্তৃক নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বুলডোজার মিছিলও করেছে ছাত্র-জনতা। 

সোমবার (১৭ নভেম্বর) ঢাকা কলেজের মূল ফটক থেকে বিক্ষোভ মিছিলে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২-এর দিকে রওনা দেন তারা। এর আগে ঢাকা কলেজের মূল ফটকের সামনে জড়ো হন শিক্ষার্থীরা ও সাধারণ ছাত্রজনতা শেখ হাসিনার কুশপুত্তলিকা দাহ করেন।

বুলডোজার মিছিলে শিক্ষার্থীরা দড়ি লাগলে দড়ি নে, হাসিনারে ফাঁসি দে, ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই। ইন্টেরিম  তুই কই যাবি, হাসিনারে ফাঁসি দিবি ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

জানা যায়, শেখ হাসিনার বিচারের রায়ের দিনে তার সব স্মৃতিচিহ্ন মুছে দিতে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে। ধানমন্ডি ৩২ এ শেখ হাসিনার বাড়ি ভেঙে খেলার মাঠ তৈরি করা হবে বলে জানান আয়োজকেরা।

SN
আরও পড়ুন