রাজধানীর মেট্রোরেল ব্যবহারে যাত্রীদের সুবিধা বাড়াতে ঘরে বসেই স্থায়ী কার্ড রিচার্জের ব্যবস্থা চালু করছে কর্তৃপক্ষ। আগামী ২৫ নভেম্বর থেকে এই সেবা কার্যকর হবে।
নতুন এই সুবিধার মাধ্যমে যাত্রীরা ক্রেডিট বা ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ অনলাইন ব্যাংকিং ব্যবহারের মাধ্যমে সহজেই কার্ডে টাকা রিচার্জ করতে পারবেন। সেবাটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়)-এর বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।
শুরুর দিকে ডিটিসিএর ওয়েবসাইট থেকেই রিচার্জ করা যাবে। পরবর্তী সময়ে একটি বিশেষ মোবাইল অ্যাপের মাধ্যমে এই সেবা আরও সহজ হবে বলে জানানো হয়েছে।
ডিটিসিএর তথ্য অনুযায়ী, প্রতিটি স্টেশনের দুটি জায়গায় এভিএম মেশিন বসানো থাকবে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে মোট মেশিন থাকবে ৩২টি।
মেট্রোরেলের যাত্রী সুবিধা সম্প্রসারণের জন্য কর্তৃপক্ষের এ উদ্যোগকে বিশাল প্রয়াস হিসেবে মনে করা হচ্ছে। বর্তমানে ৫৫ শতাংশ যাত্রী র্যাপিড বা এমআরটি কার্ড ব্যবহার করেন। আর অনলাইনে রিচার্জ প্রক্রিয়া চালু হলে এতে দৈনিক যাত্রীদের চলাচলের গতি বাড়বে বলে আশা করা হচ্ছে।
নিরাপত্তা বিধি মেনেই চলছে মেট্রোরেল: ডিএমটিসিএল