রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৮ মিনিটে কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে ঢাকা ও গাজীপুরে কয়েকটি ভবনে ফটল ও হেলে পড়ার খবর পাওয়া গেছে।
বাড্ডার লিংক রোডে একটি ভবন হেলে পড়েছে। এছাড়া রাজধানীর আরমানিটোলায় একটি ছয় তলা ভবন হেলে পড়েছে। তবে ভবনের ক্ষয়ক্ষতি বা হতাহত সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
সকাল ১০টা ৫৭ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সার্জেন্ট আনিসুর রহমান (Sgt.Anisur Rahman) নামে এক পুলিশ অফিসারের পোস্ট করা স্ট্যাটাস থেকে এ তথ্য জানা গেছে।
এছাড়া ভূমিকম্পে নিউমার্কেটের সামনের এই ভবনটি হেলে পড়ছে।
আবহাওয়া অধিদফতরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭ রিখটার স্কেল। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
ভূমিকম্পের উৎসস্থল নরসিংদী হওয়ায় ঢাকাবাসীর জন্য সতর্কবার্তা