ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রাজধানীতে গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৫২ এএম

রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি দল এ অভিযান চালায়। অভিযানে মুক্তা আক্তার (২৭) এবং মো. সুলতান (২২) নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান তিনি। 

তিনি জানান, সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে পশ্চিম রামপুরা, হাতিরঝিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

তদন্তে জানা গেছে, মুক্তা আক্তারের বিরুদ্ধে কুমিল্লা ও কক্সবাজার থানায় দুইটি মাদক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করছিল বলে ধারণা করছে সিটিটিসি। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান আছে এবং এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

AHA
আরও পড়ুন