রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৫৫৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বুধবার (২৭ নভেম্বর) মামলাগুলো করা হয়।
ডিএমপির ট্রাফিক সূত্র জানায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ১টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬০টি সিএনজি ও ১৮৮টি মোটরসাইকেলসহ মোট ৩৫৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৩টি বাস, ২৮টি ট্রাক, ৮টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ১১০টি মামলা হয়েছে।
ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৯টি বাস, ৪টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ৩৮টি সিএনজি ও ১২৬টি মোটরসাইকেলসহ মোট ২৪৭টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ৮টি বাস, ৩টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ৫৩টি মোটরসাইকেলসহ মোট ১১৬টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৬টি বাস, ৫টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ১০৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫টি বাস, ৬টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৮২টি মোটরসাইকেলসহ মোট ২১৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, ১৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৪৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৫টি বাস, ৩টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ১৬৭টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৪০৯টি গাড়ি ডাম্পিং ও ২১৬টি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
