ঢাকা
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৬৭ মামলা

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পৃথক এ অভিযানে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১ হাজার ১৬৭টি মামলা করা হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর মতিঝিল, গুলশান, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা, রমনা ও লালবাগ এলাকায় পৃথক এ অভিযান পরিচালিত হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী ট্রাফিক-মতিঝিল বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ২৬৫টি মামলা করা হয়। একই অপরাধে ট্রাফিক-ওয়ারী বিভাগে মোট ৮৯টি মামলা হয়েছে। এছাড়াও ট্রাফিক-তেজগাঁও বিভাগে মোট ২৪৮টি এবং ট্রাফিক-মিরপুর বিভাগে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ৭৮টি মামলা কর হয়েছে।

এদিকে শনিবার (২৯ নভেম্বর) দিনব্যাপী ট্রাফিক-গুলশান বিভাগে অভিযান চালিয়ে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে মোট ১৪২টি মামলা করা হয়েছে। পাশাপাশি একই অপরাধে ট্রাফিক-উত্তরা বিভাগে মোট ১৫০টি, ট্রাফিক-রমনা বিভাগে মোট ৯৬টি এবং ট্রাফিক-লালবাগ বিভাগে মোট ৯৯টি মামলা করা হয়েছে। সেই সঙ্গে অভিযানকালে মোট ৩৩৭টি গাড়ি ডাম্পিং ছাড়াও ২১৩টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

LH
আরও পড়ুন