ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্যের অভিযোগে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক তাজিন আফরোজ শাহ’র বিরুদ্ধে হাসপাতালের জুলাই যোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার প্রতিবাদে বিক্ষোভ করেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা জেলার সহসভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকার সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক তাজিন আফরোজ শাহ’র ফেসবুকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যুদ্ধের অগ্রসেনানী, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শহীদ মো: শরীফ ওসমান বিন হাদি’কে নিয়ে তার ফেসবুকে আপত্তিকর মন্তব্য করলে সাভারে জুলাই যুদ্ধাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জুলাই যোদ্ধারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তার প্রতিবাদে বিক্ষোভ করেন ও উত্তেজনা দেখা দেয়। পরে আন্দেলনকারীরা সাভার মডেল থানায় অভিযোগ নিয়ে গেলে সাভার মডেল থানা অফিসার ইনচার্জ আরমান আলী অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে জুলাই যুদ্ধের অগ্রসেনানী শহীদ হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করা এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা: তাজিন আফরোজ শাহকে রাতে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করে এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ।
এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মোতাহার হোসেন ভূইয়া স্বাক্ষরিত এক পত্রে উল্লেখ করা হয় (পত্র নং-স্বারক নং-ইএমসি/২০২৫/১২-১৪৬) আপনি সম্প্রতি শহীদ শরিফ ওসমান বিন হাদিকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় আপনাকে এনাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, মেডিসিন বিভাগ থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো। এই আদেশ ১৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ থেকে কার্যকর হবে। পত্রে আরো বলা হয় আপনাকে কেন স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না,তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নিদের্শ দেয়া হলো।
সাভার মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী নয়াদিগন্ত কে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- শিক্ষার্থীরা আমার নিকট আসলে আমি অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে তারা চলে যায়।
ওসমান হাদির মৃত্যুতে কেন জ্বলে উঠেছে বাংলাদেশ